Monday, June 2, 2014

কিছু ইসলামিক বই

আসুন আমরা কিছু ইসলামিক বই ডাউনলোড করে নিজের দ্বীনি জ্ঞানকে সমৃদ্ধ করি।

ডাউনলোড লিঙ্ক- ইসলামিক বই

আস্তে আস্তে আপডেট হবে।

Read more ...

Wednesday, April 23, 2014

শী’আ সাম্রাজ্যবাদঃ ইসরাঈল ও মার্কিনীদের সাথে ইরানের অঘোষিত সখ্যতা

ইরানের কথাবর্তায় মনে হয়, এরা পাক্কা মার্কিন এবং ইসরাঈল বিরোধী। অথচ তাদের কাজ কর্মে তা প্রকাশ পায় না। 
যেমন- গত ইরাক বিরোধী যুদ্ধে (Iran–Iraq War, যা “প্রথম পার্সিয়ান গাল্ফ ওয়ার” নামেও পরিচিত, ২২ সেপ্টেম্বর ১৯৮০ থেকে ২০ আগস্ট ১৯৮৮ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর, ১০ মাস, ৪ সপ্তাহ ১দিন ধরে চলেছিল।) সেখানে ইরানের পক্ষ থেকে “শয়তানের বুযুর্গ” নাম দেয়া আমেরিকা ও তার অনুচর ইসরাঈলীদের কাছ থেকে ইরানীরা অস্ত্র কিনেছিল।
(সূত্রঃ wikipedia : Israeli support for Iran during the Iran Iraq war)।

৭৫ মিলিয়ন ইউ.এস. ডলার সমমূল্যের অস্ত্র কিনেছিল ইরান ইসরাঈলের কাছ থেকে। According to Ronen Bergman, Israel sold Iran US$75 million worth of arms from stocks of Israel Military Industries, Israel Aircraft Industries and Israel Defense Forces stockpiles, in their Operation Seashell in 1981.
(সূত্রঃ Ronen Bergman, “The Secret War with Iran”, Free Press, 2008, p.40-48)।

বলা হয়ে থাকে যে, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এতো ভয়াবহ যুদ্ধ আর সংঘটিত হয়নি। অ্যারিয়াল শ্যারন মনে করতেন যে, ইরানকে তাদের এই সহায়তার মধ্য দিয়ে ভবিষ্যতে তাদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় একটি সম্ভাবনা দেখা দিবে। Ariel Sharon believed it was important to "leave a small window open" to the possibility of good relations with Iran in the future.
(সূত্রঃ Parsi, Trita “Treacherous Alliance: The secret dealings of Israel, Iran and the United States”, by Trita Parsi, Yale University Press, 2007)

ইরানকে সহায়তার আরেকটি কারণ- ইসরাঈল চেয়েছিল সাদ্দাম হোসেনের হাত থেকে নিজেদের রক্ষা করতে!!!

➲➲ইরাকে মার্কিস পলিসি এবং ইরানী পলিসিঃ

পরবর্তীতে আমেরিকার দ্বারা সাদ্দাম হোসেনের পতন ঘটানোর পর বর্তমানে ইরাকী শী’আরা ইরানী ও মার্কিনীদের মদদ নিয়ে ক্ষমতা দখল করেছে।
ইরাকে মার্কিন পলিসি ছিলঃ তারা তেল লুট করবে, জায়োনিস্টরা এভাবে শত্রু ঘাটি করায়ত্ব করে ইসরাঈলকে নিরাপদ করবে, শী’আদের ক্ষমতায় বসিয়ে শী’আ-সুন্নীর মধ্যে বিরোধ জিইয়ে রেখে ‘Divide & Rule’ নীতির বাস্তবায়ন করবে।
অন্যদিকে ইরানী পলিসি ছিলঃ সুন্নী সমর্থকদের হটিয়ে ক্ষমতায় যাবে, সুন্নীদের মধ্যে শী’আ ধর্ম প্রচার করবে, সুন্নী বিদ্রোহীদের সমূলে ধ্বংস করবে, এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যে শী’আ সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। আর এই স্বার্থে আমেরিকার সাথে উপরে উপরে বৈরীতা দেখালেও তাদের মধ্যে অঘোষিত ও অপবিত্র সখ্যতা রয়েছে। তবে শী’আদের এই স্বার্থ বাস্তবায়ন করতে আমেরিকা দিবে না। ওদের কাজ সম্পন্ন হলে ছুড়ে ফেলে দিবে।।

➲➲আফগানিস্তানে ‘তালেবান’ পতনে ব্রাক্ষ্মণ্যবাদী ভারত, আমেরিকার সাথী ইরানঃ

ইরানের বন্ধু রাষ্ট্র বারত ও আপাতঃ শত্রু আমেরিকার সাথে কৌশলগত সখ্যতা স্থাপন করে আফগানিস্তানে তালেবানদের পতন ঘটিয়ে ইরান খোশ মেজাজে থাকলেও তারা সেখানে তাদের শী’আ ধর্ম প্রচার করতে পারেনি।

➲➲পাকিস্তানে শী’আ বিরোধী সুন্নী বিদ্রোহী দমনে ইরানের তৎপরতাঃ

মাওলানা হক নাওয়াজ জাঙ্গভী (রহ.), মাওলানা জিয়া-উর-রেহমান ফারুকী (রহ.), মাওলানা ঈসার-উল-হক কাসেমী (রহ.) এবং মাওলানা আজম তারেক (রহ.) শহীদানের দ্বারা ১৯৮৫ সালে “আঞ্জুমানে সিপাহ-ই সাহাবা” সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। ‘সিপাহ-ই-সাহাবা পাকিস্তান’ [Sipah-e-Sahaba Pakistan (SSP)] পারভেজ মোশাররফের পাকিস্তানী সরকার কর্তৃক নিষিদ্ধ হয় ২০০২। পরবর্তীতে তারা অযুহাত ছিল, শী’আ সম্প্রদায়ের উপর সন্ত্রাসী আক্রমণ। সিপাহ-ই-সাহাবাদের দাবী ছিল একটি পাকিস্তানকে একটি সুন্নী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। তাদের অভিযোগ ছিল, পাকিস্তানে শী’আদের বেশি ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। তারা পাকিস্তানে ইসলামী খিলাফত প্রতিষ্ঠায় এই দল প্রতিষ্ঠা করেন।

নিষিদ্ধ ঘোষিত হবার পর তারা “মিল্লাত-ই-ইসলামীয়া” মানে দলের কর্মকান্ড পরিচালনা করছে। ১৯৯৩ সালে পাঞ্জাবে তারা কোয়ালিশন সরকারও গঠন করে। মাওলানা হক নাওয়াজ জাঙ্গভী (রহ.)-কে হত্যা করা হয় ১৯৯০তে, ১৯ জানুয়ারী ১৯৯৭ বোমা বিস্ফোরনে হত্যা করা হয় মাওলানা জিয়া-উর-রেহমান ফারুকী (রহ.)কে, মাওলানা আজম তারেক (রহ.) ২০০৩ সালের ৪ অক্টোবর মাত্র ৩৫ বছর বয়সে তিনি ইসলামাবাদের কাছে শী’আ সন্ত্রাসীদের আক্রমণে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই আক্রমণের জন্য শী’আ নেতা সাজিদ নাকভী-কে কয়েকদিন পরই গ্রেফতার করা হয়। কিন্তু মামলা এখনও নিষ্পত্তি হয়নি। ইরানের মদদপুষ্ট পাকিস্তানে শী’আদের বিভিন্ন দল তৎপর রয়েছে।

➲➲লেবাননে ইরানের পক্ষ থেকে শী’আদের তৎপরতাঃ হিজবুল্লাহ

লেবাননি শিয়া সংগঠন ‘হিযবুল্লাহ’। ‘হিযবুল্লাহ’র প্রধান হাসান নাসরুল্লা। ‘হিযবুল্লাহ’র প্রতিষ্ঠা হয় ১৯৮২-তে, তবে রাজনৈতিক অঙ্গনে তার অনুপ্রবেশ ঘটে ১৯৮৫-তে। ইরানের মদদপুষ্ট সংগঠন ‘হরকতে আমালুল আশ-শী’ইয়্যাহ্ লিবানিনিয়্যাহ্’ যার অর্থ হলো- “লেবাননি শী’আদের স্বার্থ বাস্তবায়নকারী আন্দোলন” থেকেই ‘হিযবুল্লাহ’র জন্ম। ‘হরকতে আমালে’র প্রতিষ্ঠাতা ইরানি বংশোদ্ভূত মুসা সদর (জন্ম- ১৯২৮), যার সাথে রয়েছে খোমেনীর আত্মীয়তার সম্পর্ক। ‘মুসা সদর’ দক্ষিণ লেবানন, বৈরুত ও বেক্কা প্রদেশে ‘হরকতে আমাল’ নামে যে সশস্ত্র সংগঠন প্রতিষ্ঠা করেন, তা প্রথমে দেশের জাতীয় সেনাবাহিনীর সহযোগী ছিল।

এরপর বৃহৎ লক্ষ্যে এ নাম পরিবর্তন করে রাখা হয় “আমালুল ইসলামিয়্যাহ্”। নাম পরিবর্তনের কারণ- লেবানন ও অন্যান্য মুসলিম দেশে শী’আ মতবাদ প্রচারে ‘আমালুল ইসলামিয়া’কে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। দক্ষিণ বৈরুতে ফিলিস্তিনি শরণার্থী শিবির “বারাজানাহ ক্যাম্পে” নিরীহ নিরপরাধ নিরস্ত্র সুন্নী মুসলিমদেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে এরা। হলুদ সাংবাদিকতার কল্যাণে তারাই আজ একেকজন বীর মুজাহিদ! ১৯৮৫ সালে ফিলিস্তিনিদের উপর মুসা সদরের অত্যাচার ছিল পীড়াদায়ক।

অঘোষিত বন্ধুত্ব থেকে একটি ঘোষিত বন্ধুত্বের কথা বলি। গত ২৩ জানুয়ারী ২০১৪ আল জাজিরা থেকে একটি খবর প্রকাশ হয়েছে যার শিরোনাম হলো Rouhani: Possible to end US-Iran animosity, Iranian president hints that more than three decades of enmity with Washington could be overcome. অর্থাৎ ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রোহানী আশা প্রকাশ করে বলেছেন, গত তিন দশকের মার্কিনীদের সাথে ইরানের শত্রুতার অবসানের সম্ভাবনা রয়েছে। সংবাদটি আল জাজিরা সহ রয়টার্সও প্রকাশ করেছে। প্রেসিডেন্ট বলেনঃ “No animosity lasts eternally, no friendship either lasts eternally. So we have to transform animosities into friendship.” তিনি একটি ইংরেজী বার্তায় বলেনঃ “I would like to say to American people: I bring peace and friendship from Iranians to Americans.”

চলবে. . .

Read more ...

Thursday, July 4, 2013

ইমাম আবু হানীফা রাহ. কি আসলেই ৪০ বছর এশার অযু দিয়ে ফজরের নামায পড়েছেন?

সমস্যা:
ইমাম আবু হানীফা রাহ.এর ইবাদত ও যুহদের আলোচনা করতে গিয়ে যে কথাটি বেশি বলা হয় তাহল, তিনি ৪০ বছর এশার অযু দিয়ে ফজরের নামায পড়েছেনআরবী বাংলা অনেক কিতাবে এরবর্ণনা পাওয়া যায়এর সনদগত শুদ্ধতা বা অশুদ্ধতা সম্পর্কে আমার জানা নেই

আমার কাছে এটাভুল মনে হয়কারণ আলখায়রাতুল হিসান-এর ৭৪ পৃষ্ঠায় তাঁর রাত্রি জাগরণের কারণ সম্পর্কে বলাহয়েছে-
سبب إحيائه أنه سمع رجلا يقول لآخر : هذا أبو حنيفة الذي لا ينام، فقال لأبي يوسف : سبحان الله ألا ترى الله تعالى نشر لنا هذا الذكر، أو ليس بقبيح أن يعلم الله منا ضد ذلك، والله لا يتحدث الناس عني بما لم أفعل، فكان يحيي الليل صلاة وتضرعا ودعاء.
 এ দ্বারা বুঝা গেল, তাঁর রাত্রি জাগরণ শুরু হয়েছে আবু ইউসুফ রাহ. তার শিষ্যত্ব গ্রহণের পরআরতিনি দরসদানের কাজ শুরু করেছেন তাঁরউস্তায হাম্মাদের মৃত্যুর পরআর শাযারাতুয যাহাবেহাম্মাদ রাহ.এর মৃত্যুর সন বলা হয়েছে ১২০ হি.এ দ্বারা বুঝা যায় তাঁর রাত্রি জাগরণ শুরু হয়১২০ হিজরীর পরতিনি ইন্তেকাল  করেছেন ১৫০ হিজরীতেসুতরাং তিনি রাত্রি জাগরণ করেছেনবেশি হলে ৩০ বছরএর বেশি নয়এতে তাঁর প্রশংসা বুঝা গেলেও আরেক দিকে অপবাদের মতমনে হয়তিনি কি তার স্ত্রীর হক আদায় করেননি? উপরের কথাগুলো কতটুকু সঠিক হয়েছে আমারজানা নেই, তবে আশা করি, আপনি এ ব্যাপারে সঠিক কথাটি জানাবেনউল্লেখ্য, সীরাতে নুমানেএ কথাকে ভুল বলা হয়েছে

পরামর্শ:
এ কথা তো অসংখ্য সূত্রে প্রায় তাওয়াতুরের পর্যায়ে প্রমাণিত যে, ইমাম আবু হানীফা রাহ.-এর অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটি হল, ইবাদতগুযারী এবং রাতে নফল নামায, তিলাওয়াত ও দুআয়মশগুল থাকাএটি ছিল তাঁর জীবনের প্রায় শুরুর দিক থেকে সারা জীবনের সাধারণ চিত্র
এজন্য হাফেয যাহাবী রাহ. অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বলেছেন-
قد تواتر قيامه الليل وتهجده وتعبده رحمه الله.
 (মানাকিবুল ইমাম আবী হানীফা ২০)

এবং হাম্মাদ ইবনে আবী সুলাইমান রাহ. (মৃত্যু ১২০ হি.) যাঁর সোহবতে দীর্ঘ দিন ইমাম আবু হানীফা রাহ. কাটিয়েছেন তিনি একদিন কোনো প্রসঙ্গেফিকহের ব্যাপারে তাঁর বিচক্ষণতা ও পারদর্শীতার প্রশংসা করতে গিয়ে বলেছিলেন,
هذا مع فقهه يحيي الليل ويقومه
 (আলইনতিকা ফী ফাযায়িলিল আইম্মাতিল ফুকাহা, ইবনু আবদিল বার ১৯৪; মুয়াফফাক আলমক্কী, মানাকিবু আবী হানীফা পৃ. ২১৬)

এশার পর থেকে ফজর পর্যন্ত না ঘুমিয়ে পুরো সময় ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেনফলে ফজরের নামাযের জন্য নতুন অযুর প্রয়োজন হত না-একথাও অনেক সূত্রে বর্ণিত হয়েছেএআমলটিও তাঁর যিন্দেগীর এক দীর্ঘ সময়ে পরিব্যাপ্তএমনকি যখন তিনি তাঁর উস্তায আমর ইবনে মুররা আলকুফী রাহ. (ওফাত : ১১৬ হি.)-এর দরসে শরিক হতেন তখনও তিনি এর ওপরআমল করতেন
এ প্রসঙ্গে তাঁর সমসাময়িক মুহাদ্দিস আবূ সিনান ইবনে সিনান আলকূফী বলেন-
كنا نختلف إلى عمرو بن مرة، فكان أبو حنيفة يصلي العشاء والفجر بطهور واحد
অর্থাৎ আমরা আমর ইবনে মুররার মজলিসে যাতায়াত করতাম, তখন আবূ হানীফা এশা ও ফজর একই ওযুতে আদায় করতেন
(ফাযায়িলু আবী হানীফা, আবূল কাসিম ইবনু আবিল আওয়াম পৃ, ৫৭)

তবে এভাবে মোট কতদিন এশার ওযুতে ফজর পড়েছেন সে সম্পর্কে তারীখ ও মানাকেবের কিতাবে তাঁর শাগরিদ বা সমসাময়িক ব্যক্তিদের উদ্ধৃতিতে একাধিক সূত্রে বিভিন্ন হিসাব বর্ণিত হয়েছেসেসব হিসাবের একটি হলো, যা আপনি প্রশ্নে উল্লেখ করেছেন অর্থাৎ চল্লিশ বছরএই চল্লিশ বছরের কথাটিও একাধিক রেওয়ায়েতে রয়েছেএর মধ্যে আসাদ ইবনে আমর রাহ.-এর উদ্ধৃতিতেবর্ণিত রেওয়ায়াতটি তো দলিলযোগ্য নয়-এ কথা শায়খ যাহেদ আলকাওছারী রাহ. উল্লেখ করেছেনকারণ এর সনদে দুজন মাজহুল রাবী এবং এর মতনে নাকারাত রয়েছেদেখুন : যাহাবী,মানাকিবুল ইমাম আবী হানীফা পৃষ্ঠা ২৩-২৪ (টীকা)

ইমাম আবূ ইউসুফ রাহ.-এর সূত্রে ইমাম আবূ হানীফা রাহ.-এর কোনো প্রবীণ শাগরিদ বা সমসাময়িক ব্যক্তি থেকেও চল্লিশ বছরের একটি রেওয়ায়াত রয়েছেকিন্তু এর সনদে ইবনেআতিয়্যাহ নামে একজন রাবী আছেন, যিনি জারহ-তাদীলের ইমামদের মতে নির্ভরযোগ্য নন
(আখবারু আবী হানীফা, হুসাইন আসসয়মারী ৪৪-৪৫)

এ দুটি রেওয়ায়াত ছাড়াও চল্লিশ, ত্রিশ, পঁয়তাল্লিশ এবং অনির্দিষ্টভাবে অনেক বছর একই ওযুতে এশা ও ফজরের নামাজ আদায় করার ব্যাপারে আরো কয়েকটি রেওয়ায়াত এখন আমার সামনেরয়েছেকিন্তু সেসব রেওয়ায়াতের তাহকীক করার  সুযোগ আমার এ মুহূর্তে হয়নিকারণ এর কোনো কোনোটির পূর্ণ সনদ সম্পর্কে এখনো আমি জানতে পারিনি বা কোনো কোনো সনদেরতাহকীকের জন্য তারীখ ও তারাজীমের যেসব কিতাব প্রয়োজন তা এখন আমাদের সংগ্রহে নেই

তবে তারীখে বাগদাদে (১৩/৩৫৪) ইমাম আবূ হানীফা রাহ.-এর জীবনীতে তাঁর সমসাময়িক ও ঘনিষ্ঠ ব্যক্তি হাসান ইবনে উমারা রহ.-এর উদ্ধৃতিতে একটি রেওয়ায়াত রয়েছে যা সনদ ওমতনসহ নিম্নরূপ-
أخبرني الحسين بن محمد أخو الخلال، حدثنا إسحاق بن محمد بن حمدان المهلبي ببخارى، حدثنا عبد الله بن محمد بن يعقوب، حدثنا قيس بن أبي قيس، حدثنا محمد بن حرب المروزي، حدثنا إسماعيل بن حماد بن أبي حنيفة عن أبيه قال : لما مات أبي سألنا الحسن بن عمارة أن يتولى غسله فغسل، فلما غسله قال : رحمك الله وغفر لك لم تفطر منذ ثلاثين سنة ولم تتوسد يمينك بالليل منذ أربعين سنة وقد أتعبت من بعدك وفضحت القراء.
হাম্মাদ ইবনে আবী হানীফা বলেন, আমার পিতা যখন মারা গেলেন তখন আমরা হাসান ইবনে উমারাহকে দরখাস্ত করলাম যে, তিনি যেন আমার পিতাকে গোসল করানোর দায়িত্ব নেনতিনি তাইকরলেন এবং গোসল করানোর সময় বললেন, আল্লাহ আপনার উপর রহম করুন এবং মাগফেরাত নসীব করুনআপনি তো ত্রিশ বছর পর্যন্ত রোযা বর্জন করেননি এবং চল্লিশ বছর পর্যন্ত রাতেবিছানায় শোননি

উল্লেখ্য, এই রেওয়ায়াতটির সনদে কোনো মাতরুক ও জয়ীফ (পরিত্যাজ্য ও অনির্ভরযোগ্য) রাবী নেই
সনদটি কমপক্ষে হাসান পর্যায়ের অন্তর্ভুক্ত বলে মনে হয়তবে এই রেওয়ায়াতটিতে অবশ্য একই ওযুতে এশা ও ফজর পড়ার কথা স্পষ্টভাবে নেইযাহোক, এখানে আমাদেরকে বিশেষভাবেকয়েকটি বিষয় মনে রাখতে হবে-

এক. আপনি অবশ্যই লক্ষ্য করেছেন যে, উপরোক্ত রেওয়ায়াতগুলি মূলত ত্রিশ-চল্লিশ বা সুনির্দিষ্টভাবে কত বছর একই ওযুতে এশা ও ফজর পড়েছেন-এ বিষয়েকিন্তু ইমাম আবূ হানীফা রাহ.তাঁর জিন্দেগীতে দীর্ঘকাল রাতে না ঘুমিয়ে ইবাদত-বন্দেগীতে মশগুল থেকেছেন, ফলে অনেক সময়ই এশার ওজুতেই ফজর পড়েছেন একথা একাধিক নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত
এ বিষয়ের রেওয়ায়াত নিম্নোক্ত কিতাবগুলোতে পাওয়া যাবে-
১. ফাযায়িলু আবী হানীফা
আবুল কাসিম ইবনু আবীল আওয়াম, পৃ. ৫৭-৬১
২. আখবারু আবী হানীফা ওয়া আসহাবিহী
কাযী আবু আব্দিল্লাহ আসসয়মারী, পৃ. ৪১-৪৬
৩. তারীখু বাগদাদ ১৩/৩৫২-৩৫৭
৪. মানাকিবু আবী হানীফা
মুয়াফফাক আলমাক্কী, পৃ. ২০৭-২৩৩
৫. মানাকিবু আবী হানীফা
হাফেয যাহাবী, পৃ. ২১-২৪
৬. উকুদুল জুমান
মুহাম্মাদ ইবনু ইউসুফ আসসালেহী, পৃ. ২১১-২২৩

দুই. উপরোক্ত বর্ণনাগুলির কোনোটিই ইমাম আবূ হানীফা রাহ. এর নিজের বক্তব্য হিসেবে বর্ণিত হয়নি, বরং এগুলো তাঁর বিভিন্ন শাগরিদ ও সমসাময়িক ব্যক্তিদের উক্তি, যা তাদের নিজ নিজজানাশোনা ও ধারণার উপর নির্ভরশীলসুতরাং তাদের পরস্পরের বিবরণে পার্থক্য থাকা খুবই স্বাভাবিক
তিন. বিশেষভাবে লক্ষণীয় যে, রেওয়ায়াতসমূহে মাগরিবের ওযুতে ফজরের নামায আদায়ের কথা বলা হয়নি; এশার ওযুতে ফজর পড়ার কথা বলা হয়েছেমনে রাখতে হবে সলফ এশার নামাযআমাদের মতো মাগরিবের কিছু সময় পরেই আদায় করতেন না বরং সাধারণত আরো বিলম্ব করে পড়তেন

চার. মূল সুন্নত তো সেটাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত বাণীতে বলেছেন-
صم وأفطر وقم ونم، فإن لجسدك عليك حقا وإن لعينك عليك حقا وإن لزوجك عليك حقا.
অর্থাৎ কখনো রোযা রাখবে, আবার কখনো রোযা ছাড়া থাকবেরাতে কিছু সময় ইবাদতে মশগুল থাকবে আর কিছু সময় ঘুমাবেকারণ তোমার উপর রয়েছে তোমার নিজ দেহের হক, চোখের হকএবং তোমার স্ত্রীর হক
হীহ বুখারী, হাদীস : ১৯৭৫

কিন্তু কারো যিম্মায় অন্যের হক না থাকার কারণে অথবা খুব কম থাকার কারণে যদি সারা রাত ইবাদতে মশগুল থাকে তবে তা নিষিদ্ধও নয়; যদি এতে তার কোনো ফরয বা ওয়াজিব আমল ছুটেনা যায় এবং কারো কোনো হক নষ্ট না হয়সলফ তথা সাহাবী, তাবিয়ীন ও তাবে তাবিয়ীনদের মধ্যে এ ধরনের অনেক নজির রয়েছে

সাহাবা-তাবিয়ীন থেকে শুরু করে পরবর্তী যামানায় আল্লাহর নেক বান্দাদের বিস্ময়কর ও কষ্টসাধ্য আমল ও ইবাদত-বন্দেগীর ঘটনাবলি এবং এ সবের শরয়ী হুকুম জানার জন্যে নিম্নোক্তকিতাবগুলো দেখা যেতে পারে-
১. হিলয়াতুল আওলিয়া, হাফেজ আবু নুয়াঈম আসফাহানী
২. ইকামাতুল হুজ্জাহ আলা আন্নাল ইকছারা ফীত তাআববুদি লাইছা বিল বিদআহ, মাওলানা আবদুল হাই লখনবী (১৩০৪ হি.)
৩. আলকালামুল মুফীদ ফী ইছবাতিত তাকলীদ, মাওলানা সরফরায খান সফদার রাহ.
৪. আলউলামাউল উযযাব, শায়খ আবদুল ফাত্তাহ আবূ গুদ্দাহ রাহ.

বাকি থাকল আপনি ইমাম আবূ ইউসুফ রাহ.-এর উদ্ধৃতিতে যে ঘটনাটি উল্লেখ করেছেনমূলত এ ঘটনাটি চল্লিশ বছরের রেওয়ায়াতের পরিপন্থী নয়কারণ এ ঘটনার আগেও যে তিনি সারারাতজেগে ইবাদতে মগ্ন থাকতেন- তা এতে নাকচ করা হয়নিবরং ঘটনার বিবরণ থেকে বুঝা যায় যে, এ ঘটনার আগেই অনেক মানুষের মাঝে প্রসিদ্ধ ছিল যে, আবূ হানীফা রাহ. রাতে না ঘুমিয়েইবাদতে মশগুল থাকতেনআর ১২০ হিজরীর আগেও যে তার এ আমল ছিল তা তো আবূ সিনান সাঈদ ইবনে সিনান-এর উপরোল্লিখিত বক্তব্য থেকেও প্রমাণিত হয়


(আল কাওসার থেকে)


Read more ...

ঈদে মিলাদুন্নবি - একটি জঘন্য বিদ'আত

গোড়ায় গলদঃ
রসুলুল্লাহ (সাঃ) থেকে স্বীয় জন্ম তারিখ সম্পর্কে কোন বিবরণ পাওয়া যায়নাতাঁর জীবনীকার দের মধ্যে তিনি কবে জন্ম গ্রহণ করেছেন তা নিয়ে মতভেদ আছেঅনেকের মতে তার জন্মদিন হল ১২ রবিউল আউয়ালআবার অনেকের মতে ৯ রবিউল আউয়ালকিন্তু আসলে কোনটা ঠিক?
সহীহ হাদীস নির্ভর বিশুদ্ধতম সীরাতগ্রন্থ হল আর-রাহীক আল-মাখতূম রসুলুল্লাহ (সাঃ) এর জন্ম দিবস সম্পর্কে এ গ্রন্থে বলা হয়েছে - রসুলুল্লাহ (সাঃ) ৫৭১ খৃস্টাব্দে ৯ রবিউল আউয়াল মোতাবেক ২০ এপ্রিল সোমবার প্রত্যুষে জন্ম গ্রহণ করেন

এ যুগের প্রখ্যাত আলিম মুহাম্মাদ সুলাইমান আল-মানসূর ও মিশরের প্রখ্যাত জোতির্বিজ্ঞানী মাহমূদ পাশা নিখুঁতভাবে প্রমাণ করেন যে কবে রসুলুল্লাহ (সাঃ) জন্মেছিলেনসহীহ মুসলিমে রসুলুল্লাহ (সাঃ) নিজেই বলেছেন তার জন্ম সোমবার দিন হয়েছেমাহমূদ পাশা গবেষণা ও হিসাব করে দেখিয়েছেন যে, ৫৭১ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল তারিখের দিনটা ছিল বৃহস্পতিবারআর সোমবার ছিল ৯ রবিউল আউয়াল

মাহমূদ পাশার গবেষণার এ ফল প্রকাশিত হওয়ার পর সকল স্কলাররা তা গ্রহণ করেন এবং এখনোবধি কেউ তার প্রমাণ খণ্ডন করতে পারেননিঅতএব ধরে নেয়া যায় রসুলুল্লাহ (সাঃ) এর জন্ম দিবস হল ৯ রবিউল আউয়াল (১)

এখন জন্মদিবস যেটাই হোকনা কেন যেহেতু তা আমাদের হিসেব করে বের করতে হচ্ছে, অর্থা ক্বুরআন এবং সুন্নাহতে স্পষ্ট করে আসেনি তার মানে আল্লাহ চাননা এই দিনটির তারিখ মানুষ মনে রাখুকএতে যেমন এ দিনটি উদযাপন করবার সুযোগ সরিয়ে ফেলা হয়েছে তেমনি এ তারিখের ব্যাপারে কোন শরঈদলিলের অপ্রতুলতা সাব্যস্ত হয়েছে

অপরদিকে সর্বসম্মতভাবে রসুলুল্লাহ (সাঃ) এর মৃত্যু দিবস হল ১২ রবিউল আউয়ালযে দিনটিতে আমাদের প্রিয় নবীর জন্মোসব পালন করা হয় সে দিনটি মূলত তাঁর মৃত্যু দিবসমুসলিম হিসেবে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মাদ (সাঃ)তাঁর প্রস্থানের দিনটিকে আমরা ঈদ অর্থাসবের দিন হিসেবে পালন করব এটা প্রকারান্তরে বোঝায় যে তাঁর মৃত্যুতে আমরা আনন্দিততাই এদিনটি ঈদ হিসেবে পালন করা খুব বড় ধরণের বেয়াদবি

বিদআত -একটি জঘন্য পাপঃ
ইসলাম ধর্মে পাপ হিসেবে শির্কের পরেই যার স্থান তার নাম বিদআতবিদআত মানে এমন কোন ইবাদাত যা রসুলুল্লাহ (সাঃ) দ্বারা নির্দেশিত নয়মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস যে আল্লাহ সর্বকালের সর্বসেরা মানুষ হিসেবে মুহাম্মদ ইবন আব্দুল্লাহ কে বেছে নিয়েছিলেন তার ধর্ম ইসলাম প্রচারের জন্যএবং মুহাম্মদ রসুলুল্লাহ (সাঃ) তাঁর দায়িত্ব সফলভাবে পালন করেছিলেনমুসলিম হিসেবে আমাদের দায়িত্ব তাকে অনুসরণ করাএখন আমরা যদি কোন নতুন ইবাদাত বা আমল প্রবর্তন করি তবে তাঁর অর্থ যে রসুলুল্লাহ (সাঃ) তাঁর দায়িত্ব ঠিকভাবে পালন করেননি এবং আমরা রসুলুল্লাহ (সাঃ) এর চেয়ে বেশি আল্লাহভীরু দেখে এই নতুন ইবাদাত করলাম। 
অথচ ক্বুরানে আল্লাহ স্পষ্টভাবে বলেন -
আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম
ইসলামের পরিপুর্ণতার পরে তাতে কোন কিছু যোগ বা পরিবর্তনের কোন সুযোগ নেই

রসুলুল্লাহ (সাঃ) নিজেও বলে গেছেন - নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহ্‌র কিতাব এবং সর্বোত্তম আদর্শ মুহাম্মদের আদর্শ আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল (দ্বীনের মধ্যে) নব উদ্ভাবিত বিষয় আর নব উদ্ভাবিত প্রত্যেক বিষয় বিদআত এবং প্রত্যেক বিদআত হল ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম” (৩)

ঈদে-মিলাদুন্নবির এই প্রথাটি ক্বুরান অথবা সহিহ সুন্নাহ বা কোন সাহাবিদের আমল থেকে প্রমাণিত নয়ইমাম ইবনু তাইমিয়া রহ. বলেন,
এ কাজটি পূর্ববর্তী ব্যক্তিগণ করেননি অথচ এ কাজ জায়িয থাকলে সওয়াব লাভের উদ্দেশ্যে তা পালন করার কার্যকারণ বিদ্যমান ছিল এবং পালন করতে বিশেষ কোন বাধাও ছিল না যদি এটা শুধু কল্যাণের কাজই হতো তাহলে আমাদের চেয়ে তারাই এ কাজটি বেশী করতেন কেননা তারা আমাদের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম-কে বেশী সম্মান করতেন ও ভালবাসতেন এবং কল্যাণের কাজে তারা ছিলেন বেশী আগ্রহী” (৪)

আমরা রসুলুল্লাহ (সাঃ) কে অনুসরণ করব - অর্থা তিনি যা করেছেন আমরা তাই করার চেষ্টা করবআমরা তাঁর আগে আগেও চলবনা, তাঁর পথ ছেড়ে অন্য পথেও চলবনাবিদআত পাপ হিসেবে এত ভয়াবহ কারণ মানুষ ভাবে সে ভাল কাজ করছে পক্ষান্তরে সে আল্লাহর রসুলের আমলে পরিবর্তন বা বৃদ্ধি করার মাধ্যমে রসুলুল্লাহ (সাঃ) কে অপমান করেঅন্যান্য পাপের জন্য মানুষ অনুতপ্ত হয় ও ক্ষমা চায়, কিন্তু বিদআতকে যেহেতু মানুষ পাপ হিসেবেই চিহ্নিত করতে পারেনা তাই এর জন্য সে ক্ষমাও চায়না

জন্মদিনঃ
পূর্ববর্তী নবীদের আনীত সব ধর্মগুলোরই Corruption pattern যদি আমরা লক্ষ করি তাহলে একটা মিল খুঁজে পাবযেমন হিন্দুরা মুর্তিকে আল্লাহর স্থানে বসিয়েছে, খ্রিষ্টানরা ঈসা ও মারিয়াম (আঃ) কে আল্লাহর আসন দিয়েছে, মুসলিমরা কবর/পীর কে আল্লাহর প্রাপ্য মর্যাদা দিয়েছে
আবার হিন্দুরা কৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী হিসেবে পালন করে, খ্রিষ্টানরা আল্লাহর দেয়া উসব বাদ দিয়ে ঈসা (আঃ) এর তথাকথিত জন্মদিনকে বড়দিন হিসেবে উদযাপন করেএজন্য মুহাম্মদ (সাঃ) প্রবর্তিত ইসলামের একটি মূলনীতি হল - ধর্মীয় আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে বিধর্মীদের বিশেষত ইহুদী-খ্রিষ্টানদের বিরোধিতা করাযারা সকল ঈদের বড় ঈদ হিসেবে মিলাদুন্নবি পালন করে তারা খ্রিষ্টানদের অনুকরণে এক ধাপ এগিয়ে গিয়েছেনএর পরের ধাপ হবে ঈদুল আযহা আর ঈদুল ফিতর বাদ হয়ে যাওয়া

রাংতা পাতায় মোড়াঃ
আমাদের দেশের কিছু ইসলামী দলকে দেখা যায় যে তারা মিলাদুন্নবী উদযাপন না করে সিরাতুননবি উদযাপন করেনসিরাতুননবি কি একদিন উদযাপনের দিন নাকি সারাজীবন? এটা কি সেমিনার করে বক্তৃতা দিয়ে পালন করতে হবে নাকি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে? বছরের এত সব দিন থাকতে ১২ তারিখে বা তার আশেপাশে কেন সিরাতুননবী করতে হবে? রসুল(সাঃ) সিরাত শেখার জন্য কেন একটি মাসকে বাছাই করতে হবে?
গাছের খাওয়া আর তলার কুড়ানো দুটোই করতে গিয়ে আমাদের দেশের ইসলামি দলগুলোর এমন অবস্থা হয়েছে যে খাটি মুসলিমরাও তাদের প্রতি সহানুভূতি হারিয়েছে আর সেকুলাররা তো পা ঝাড়ার উপরেই রাখেরাংতা পাতার মোড়কে বিদআত ঢেকে সেইসব ভ্রান্তদের কাছে টানা যায় যারা দুর্দিনে পগার পার হবেমাঝ থেকে কেবলই আল্লাহ ও তার রসুলের সুন্নাত থেকে দূরে সরে যাওয়া

রসুলুল্লাহ (সাঃ) কে ভালবাসা মানে তাকে অনুসরণ করা, তাঁর অবাধ্যতা না করাতাই আমাদের কর্তব্য মিলাদ বা ঈদে-মিলাদুন্নবি থেকে নিজেরা বেঁচে থাকা এবং আমাদের প্রিয়জনদের এসব বিদআত থেকে সাবধান করাকিন্তু তারপরেও যদি আমরা মিলাদুন্নবি বা সিরাতুননবি পালন করি তবে আমরা প্রকারান্তরে কিন্তু রসুল(সাঃ) কেই মিথ্যুক হিসেবে সাব্যস্ত করলাম কারণ তিনি স্পষ্ট বলে গেছেন -
যা কিছু কাউকে জান্নাতের নিকটবর্তী করে অথবা আগুন থেকে দূরবর্তী করে তার এমন কিছুই নেই যা কিনা তোমাদের জন্য স্পষ্ট করে বর্ণনা করা হয়নি”(৫)
আল্লাহ আমাদের দেশে চালু পপুলার ইসলাম থেকে রক্ষা করে তার রসুলের(সাঃ) প্রেরিত খাটি ইসলাম জানা ও মানার তৌফিক দিনআমিন
--------------------------------------------------------------------------------
১ - মাহমুদ পাশাঃ তারীখে খুযরী, ১/৬২
২ - সূরা আলে-ইমরান : ৮৫
৩ - সহীহ মুসলিম, হাদীস নং ১৫৩৫ ও সুনান আন-নাসায়ী, হাদীস নং ১৫৬০
৪ - ইকতিযা আস-সিরাত আল মুস্তাকিম-২/৬১৫
৫ - তাবারানীর আল মুজাম আল কাবির, আলবানীর মতে সহিহ



Read more ...

ইমাম আবু হানীফা রাহ. হাফিযুল হাদীসও ছিলেন : একটি প্রশ্ন ও তার উত্তর

আবুল কালাম
শান্তিনগর, নারায়ণগঞ্জ

প্রশ্ন : আমরা জানি যে, ইমাম আবু হানীফা রাহ. ইসলামী শরীয়তের অনেক বড় ইমাম ছিলেন। এ কারণেই আমরা তাঁর নির্দেশনামতকুরআন-সুন্নাহর বিধি বিধানের উপর আমল করি। কিন্তু কদিন আগে আমার এক বন্ধু  বললেন, জনৈক আহলে হাদীস তাকেবলেছেন, ‘আবু হানীফা হাদীস ও সুন্নাহর আলিম ছিলেন না। তিনি না হাফিযুল হাদীস ছিলেন, না হাদীস বর্ণনার ক্ষেত্রে ছিকা ও নির্ভরযোগ্য ছিলেন।

একথা  শুনে  আমি খুব আশ্চর্য হলাম। কারণ তিনি যখন হাফিযুল হাদীসও ছিলেন না, হাদীসশাস্ত্রে পারদর্শীও ছিলেন না, এমনকিহাদীসের বিষয়ে ছিকাও ছিলেন না তখন তার  তাকলীদ করা কীভাবে বৈধ হবে? আমরা তো তাকলীদ এজন্যই করি, যাতে কুরআনকারীম এবং হাদীস-সুন্নাহর উপর আমাদের আমল নির্ভুল হয়।

আমার ধারণা, ঐ আহলে হাদীস ভাইয়ের কথা ঠিক নয়। কারণ মুসলিম উম্মাহর ফিকহ-ফতোয়ার একজন ইমাম হাদীস-সুন্নাহরবিষয়ে অজ্ঞ হবেন তা কী করে হয়? ফিকহ ও ফতোয়ার মূল ভিত্তিই তো কুরআন-সুন্নাহ।
এখন আমার আবেদন, হাদীসের ক্ষেত্রে ইমাম আবু হানীফা রাহ.-এর অবস্থান সম্পর্কে আমাকে কিছু তথ্য সরবরাহ করবেন এবং এবিষয়ে আরবী-উর্দূ কিছু কিতাবের নামও জানাবেন।

আরো আবেদন, ইমাম আবু হানীফা রাহ.-এর জীবনীর উপর বাংলা ভাষায় একটি সমৃদ্ধ ও নির্ভরযোগ্য গ্রন্থ প্রস্ত্তত করে তা প্রকাশের ব্যবস্থা করবেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমীন।

উত্তর : আপনার এ কথা ঠিক যে, ফিকহ ও ফতোয়ার একজন ইমাম হাদীস ও সুন্নাহ সম্পর্কে অজ্ঞ হওয়া অসম্ভব। এ তো সাধারণবুদ্ধির কথা। আপনি যে ঐ আহলে হাদীস ব্যক্তির কথা শোনামাত্র সংশয়গ্রস্ত হননি; বরং সাধারণ বিচার-বুদ্ধি কাজে লাগিয়েছেনএজন্য আপনাকে মোবারকবাদ।  ইমাম আবু হানীফা রাহ. সম্পর্কে ঐ ব্যক্তি যা বলেছে তা সম্পূর্ণ অবাস্তব। আল্লাহ তাআলা তাকেহেদায়াত দান করুন এবং ইমামগণের প্রতি কুধারণা পোষণের ব্যাধি  থেকে মুক্তি দান করুন।

বাস্তবতা এই যে, ইমাম আবু হানীফা রাহ. হাদীসের অনেক বড় আলিম ছিলেন। তিনি হাফিযুল হাদীসও ছিলেন এবং হাদীস বর্ণনারক্ষেত্রে ছিকা ও নির্ভরযোগ্যও ছিলেন।

উসূলে হাদীস ও উসূলে ফিকহের সর্বসম্মত মূলনীতি এই যে, উম্মাহর ইমামগণের বিষয়ে এই প্রশ্নই ভুল যে, ‘কে তাদেরকে ছিকাহ বলেছে’ কারণ, এ ধরনের প্রশ্ন তো হয় সাধারণ রাবীদের ক্ষেত্রে, ইমামগণের ক্ষেত্রে নয়। কারণ ইমামগণের বিশ্বস্ততা ওনির্ভরযোগ্যতা; বরং উম্মাহর ইমামের মর্যাদায় উপনীত হওয়া তো এক দুই ব্যক্তির স্বীকৃতির দ্বারা নয়  ইজমা ও তাওয়াতুর (তথাঐকমত্য ও ব্যাপক বর্ণনা) দ্বারা প্রমাণিত।

এরপরও আপনি যদি প্রশান্তির জন্য ‘হাদীস শাস্ত্রে ইমাম আবু হানীফার অবস্থান’ সম্পর্কে বিস্তারিত ও প্রামাণিক জ্ঞান অর্জন করতেচান তাহলে নিম্মোক্ত কিতাবসমূহ পাঠ করতে পারেন।

বলাবাহুল্য যে, এখানে শুধু নমুনা হিসেবে কয়েকটি কিতাবের নাম লেখা হচ্ছে। এ বিষয়ের সকল রচনাবলির তালিকা দেওয়া তোকোনো সংক্ষিপ্ত প্রবন্ধের দ্বারা সম্ভব নয়।

১. ‘‘ইমাম আযম আওর ইলমে হাদীস’’, মাওলানা মুহাম্মাদ আলী সিদ্দীকী কান্ধলভী।
২. ‘‘মাকামে আবু হানীফা’’, মাওলানা সরফরায খান সফদর
৩. কিতাবুল আছার, ইমাম আবু হানীফা-এর বিভিন্ন ভূমিকা। যেমন :
ক. মুফতী মাহদী হাসান শাহাজাহানপুরী রাহ.-এর ভূমিকা (কালাইদুল  আযহার)
খ. মুহাদ্দিস আবুল ওয়াফা আফগানী রাহ.-এর ভূমিকা (ইমাম মুহাম্মাদ (রাহ)-এর রেওয়ায়েতের উপর)
গ. মাওলানা মুহাম্মাদ আব্দুর রশীদ নুমানী রাহ.-এর ভূমিকা (উর্দু, আররহীম একাডেমী, করাচী থেকে প্রকাশিত)
৪. মুসনাদে ইমাম আযম-এর ভূমিকা, মাওলানা মুহাম্মাদ আব্দুর রশীদ নুমানী রাহ.
৫. ‘‘মাকানাতুল ইমাম আবী হানীফা ফিল হাদীস’’, মাওলানা মুহাম্মাদ আব্দুর রশীদ নু’মানী  (১৪২০হি.)
৬. ‘‘আল-ইমাম আবু হানীফা ওয়া আসহাবুহুল মুহাদ্দিসুন’’, আল্লামা যফর আহমদ উছমানী রাহ. (১৩৯৪ হি.)
৭. ‘‘উকূদুল জুমান ফী মানাকিবিল ইমামিল আযম আবু হানীফাতান নু’মান’’, মুহাম্মাদ ইবনে ইউসুফ আসসালেহী আশ-শাফেয়ী(৯৪২হি.)
৮. সিয়ারু আলামিন নুবালা, শামসুদ্দীন আযযাহাবী রাহ. (৭৪৮হি.) খন্ড : ৬; পৃষ্ঠা : ৩৯০-৪০৩
৯. আল ইনতিকা ফী ফাযাইলিছ ছালাছাতিল ফুকাহা (মালিক ইবনু আনাস ওয়া মুহাম্মাদ ইবনু ইদরীস আশ-শাফেয়ী, ওয়া আবীহানীফা) ইবনু আব্দিল বার আলমালেকী (৩৬৩হি.)
১০. ‘‘ফাযাইলু আবী হানীফা ওয়া আখবারুহূ ওয়া মানাকিবুহু’’, আবুল কাসিম ইবনু আবিল আওয়াম (৩৩৫হি.)

এ বিষয়ে আরো কিতাবের নাম জানতে চাইলে ‘‘উকূদুল জুমানের’’ শুরুতে আল্লামা আবুল ওয়াফা আফগানী রাহ.-এর ভূমিকাঅবশ্যই পাঠ করুন। তদ্রূপ ইমাম আবু আব্দিল্লাহ আল-হুসাইন ইবনে আলী আস-সাইমুরী (৪৩৬ হি.)-এর কিতাব- ‘আখবারু আবীহানীফাতা ওয়া আসহাবিহী’, যা আফগানী রাহ.-এর তাহকীকে ছাপা হয়েছে, এর ভূমিকাও পাঠ করতে পারেন।

মারকাযুদ দাওয়াহ-এর দারুত তাসনীফ থেকে এ বিষয়ে একাধিক কিতাব প্রকাশের বিষয়টি পরিকল্পনাধীন আছে। তবেআলকাউসারে একটি ধারাবাহিক লেখা অতি শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ।

আপাতত শুধু দুইটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি :

এক. ইমাম আবু হানীফা রাহ. হাদীসেরও ‘হাফিয’ ছিলেন।
এটি একটি বাস্তবতা, যার অনেক দলীল আছে। এখানে শুধু একটি বিষয় নিবেদন করছি। তা এই যে, মুসলিম উম্মাহর হাফিযুলহাদীসগণের বিষয়ে মুহাদ্দিসগণ আলাদা গ্রন্থ রচনা করেছেন, যার অধিকাংশই এখন মুদ্রিত ও প্রকাশিত। এগুলোর কোনো একটি গ্রন্থআপনি হাতে নিন। তাতে ইমাম আবু হানীফা রাহ.-এর আলোচনা পাবেন। যেমন :

১. তাযকিরাতুল হুফফায, শামসুদ্দীন আযযাহাবী (৭৪৮হি.)
যাহাবী রাহ. এই কিতাবের শুরুতে লিখেছেন-
هذه تذكرة بأسماء مُعَدلي حملة العلم النبوي، ومن يرجَع إلى اجتهادهم في التوثيق والتضعيف والتصحيح والتزييف.
   অর্থাৎ এ গ্রন্থে ইলমে নবুওয়াতের ঐ বিশ্বস্ত ধারক-বাহকগণের আলোচনা রয়েছে, যাদের সিদ্ধান্ত ও গবেষণার শরণাপন্ন হতেহয়  ছিকা ও যয়ীফ রাবী নির্ণয় এবং সহীহ ও যয়ীফ হাদীস চিহ্নিত করার ক্ষেত্রে।’
এরপর যাহাবী রাহ. এ গ্রন্থের খন্ড ১ পৃষ্ঠা ১৬৮-এ ইমাম আবু হানীফা রাহ-এর আলোচনা লিখেছেন। আলোচনার শিরোনাম-‘আবুহানীফা আল-ইমামুল আযম’
(أبو حنيفة الإمام الأعظم)

২. আল মুখতাসার ফী তবাকাতি উলামাইল হাদীস, শামসুদ্দীন ইবনু আব্দিল হাদী (৭৪৪হি.)
এর কিছু অংশ মুদ্রিত। এর হস্তলিখিত পান্ডুলিপি জামেয়া ইসলামিয়া মদীনা মুনাওয়ারায় সংরক্ষিত আছে।

৩. আত তিবয়ান লিবাদীআতিল বায়ান আন মাওতিল আ’য়ান, শামসুদ্দীন ইবনু নাসিরুদ্দীন (৮৪২হি.)
এ গ্রন্থের পান্ডুলিপি মদীনা মুনাওয়ারার ঐতিহাসিক কুতুবখানা মাকতাবা আরিফ হিকমত-এ সংরক্ষিত আছে।

৪. তবাকাতুল হুফফায, জামালুদ্দীন ইবনুল মিবরাদ (৯০৯হি.)
এ কিতাব থেকে মুহাদ্দিস আবদুল লতীফ সিদ্দিকী রাহ. ‘‘যাববু যুবাবাতিদ দিরাসাত আনিল মাযাহিবিল আরবাআতিল মুতানাসিবাত’’গ্রন্থে ইমাম আবু হানীফা রাহ.-এর আলোচনা উদ্ধৃত করেছেন।

৫. ‘‘তবাকাতুল হুফফায’’, জালালুদ্দীন সুয়ূতী রাহ. (৯১১হি.)

৬. ‘‘তারাজিমুল হুফফায’’, মুহাম্মাদ ইবনে রুসতম আল হারিছি আলবাদাখশী

এ গ্রন্থের পান্ডুলিপি নদওয়াতুল উলামা লাখনৌতে রয়েছে। এই পুরো আলোচনার জন্য হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুর রশীদ নু’মানীরাহ.-এর কিতাব ‘‘মাকানাতুল ইমামি আবী হানীফাতা ফিল হাদীস’’ (পৃ. ৫৮-৬৮) পাঠ করুন। ওখানে আরো তথ্য রয়েছে।উপরোক্ত তথ্যগুলোও ওখান থেকে নেওয়া হয়েছে ।

দুই. ইমাম আবু হানীফা ‘হাফিযুল হাদীস’ হওয়া একটি সহজ সত্য

দ্বিতীয় যে বিষয়ে আপনার মনোযোগ আকর্ষণ করছি তা এই যে, ইমাম আবু হানীফা রাহ. ‘সুন্নতে মুতাওয়ারাছা’ এবং হাদীস ওআছারের হাফিয হওয়া এমন এক সহজ স্বাভাবিক বাস্তবতা, যা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ ঐতিহাসিক সত্য এই যে,ইমাম আবু হানীফা রাহ. ফিকহ ও ফতোয়ার প্রথম সংকলক। আর এ তো বলাই বাহুল্য যে, শরীয়তের এই সকল বিধান তিনিফিকহের কিতাব থেকে সংকলন করেননি। কারণ ফিকহের প্রথম সংকলকই তো তিনি। তাহলে এই সকল বিধান তিনি কোথা থেকেসংকলন করেছেন? নিশ্চয়ই সুন্নতে মুতাওয়ারাছা, আছারে সাহাবা ও ফতওয়ায়ে তাবেয়ীন থেকে। তাহলে তাঁর উপরোক্ত সকলবিষয়ের হাফিয হওয়া দিবালোকের ন্যায় স্পষ্ট।

এখানে ঐ ঘটনাটি উল্লেখ করা সমীচীন মনে হচ্ছে, যা মুয়াফফাক আলমক্কী রাহ. (৫৬৪ হি.) ‘মানাকিবু আবী হানীফা’’ গ্রন্থে (খন্ড ২,পৃষ্ঠা : ১৫১-১৫২) আবু ইসমা সা’দ ইবনে মুয়ায রাহ.-এর উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। তিনি আবু সুলায়মান জুযাজানী থেকে, তিনিইমাম মুহাম্মাদ রাহ. থেকে, আর তিনি ইমাম আবু ইউসুফ রাহ. থেকে বর্ণনা করেছেন। 

ইমাম আবু ইউসুফ বলেন-
كنا نكلم أبا حنيفة في باب من أبواب العلم، فإذا قال بقول واتفق عليه أصحابه درت على مشايخ الكوفة هل أجد في تقوية قوله حديثا أو أثرا؟ فربما وجدت الحديثين أو الثلاثة فآتيه بها، فمنها ما يقبله ومنها ما يرده، فيقول : هذا ليس بصحيح أوليس بمعروف، وهو موافق لقوله! فأقول له : وما علمك بذلك؟ فيقول : أنا عالم بعلم الكوفة.
 ‘আমরা আবু হানীফা রাহ.-এর সাথে একটি অধ্যায় নিয়ে আলোচনা করতাম। এরপর যখন তিনি সিদ্ধান্ত দিতেন এবং তার সঙ্গীরাওএকমত হতেন তখন আমি কুফার শায়েখগণের  কাছে যেতাম তার সিদ্ধান্তের সমর্থনে আরো কোনো হাদীস বা আছর পাই কিনা।কখনো দুইটি বা তিনটি হাদীস পেতাম। তাঁর কাছে পেশ করার পর তিনি কোনোটি গ্রহণ করতেন আবার কোনোটি এই বলে বর্জনকরতেন যে, এটি সহীহ নয় বা মারুফ নয়। অথচ তা তার সিদ্ধান্তের অনুকূলে। আমি বলতাম, এ সম্পর্কে  আপনার ইলম কীরূপ। তিনিবলতেন, আমি কূফা নগরীর ইলমের ধারক।

এই ঘটনা বর্ণনা করার পর আবু ইসমা যা বলেছেন তার সারকথা এই যে, ‘ইমাম রাহ. সত্য বলেছেন। সত্যি তিনি ছিলেন কুফারমনীষীগণের কাছে সংরক্ষিত ইলমের ধারক। শুধু তাই নয় (হাদীস আছার এবং কুরআন-সুন্নাহর) অন্যান্য শহরের অধিকাংশইলমেরও তিনি ধারক ছিলেন। এর প্রমাণ পেতে চাইলে তাঁর কিতাবসমূহ দেখ, তাঁর সঙ্গীদের কাছে সংরক্ষিত তাঁর বর্ণনাসমূহ দেখ,কিতাবুস সালাত থেকে শুরু করে এক একটি অধ্যায় এবং প্রতি অধ্যায়ের এক একটি মাসআলা পাঠ করতে থাক, তাহলেই দেখতেপাবে, কীভাবে তিনি হাদীস ভিত্তিক জবাব দিয়ে চলেছেন এবং চিন্তা কর, হাদীস ও সালাফের আছারের সাথে তার জবাবসমূহ কতসামঞ্জস্যপূর্ণ।’’

আপাতত শুধু এই কটি কথা বলেই আলোচনা সমাপ্ত করছি। ইনশাআল্লাহ অতি শীঘ্র আলকাউসারের পাতায় আপনি ইমাম ছাহেবরাহ.-এর জীবন ও কর্ম সম্পর্কে একটি বিস্তারিত প্রবন্ধ দেখতে পাবেন। আল্লাহ তাআলাই তাওফীকদাতা। তিনিই আমাদেরসাহায্যকারী।

সংগ্রহ- http://www.alkawsar.com/article/823



Read more ...

সহীহ হাদীস অনুসরন


সহীহ হাদিস সরাসরি অনুসরন করা যাবে কিনা ?

বিসমিল্লাহির রাহমানির রাহিম

যেকোন মুসলমানকেই কোরআন এবং হাদিস অনুসরন করতে হবে কিন্তু কিভাবে ? সেভাবেই যেভাবে কোরআন হাদিসকে অনুসরন করতে বলা হয়েছে যেভাবে সাহাবীরা, তাবেয়ীরা , তাবে-তাবেয়ীনরা , পূরবর্তী ওলামায় কিরাম অনুসরন করেছেন যেমন একটি উদাহরন দেয়া যাক বর্তমানে দেখা যায় অনেকেই সিহাহ সিত্তা বা অন্য কোন হাদিস শরীফের কিতাব পড়ে কোন একটি নতুন হাদিস শরীফ সম্বন্ধে জানল বিষয়টি হয়ত তার কাছে নতুন অথবা তার প্রতিষ্ঠিত কোনো মতের সাথে সাংঘর্ষিক এখন সে কি করবে ? যেহেতু এটি সহীহ হাদিস স্বভাবতই সবাই বলবেন এই হাদিস শরীফের ওপরই আমল করা উচিত আসলেই কি তাই ? আসুন নীচের পরিস্হিতি বিচার বিশ্লেষন করে দেখা যাক :

প্রথম পরিস্হিতি :

হাদিস শরীফ: হযরত হুযায়ফা (রা:) থেকে বর্নিত , তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম একবার এক সম্প্রদায়ের আবর্জনা ফেলার স্হানে গমন করলেন সেখানে এসে তিনি এর ওপর দাড়িয়ে প্রস্রাব করলেন …. ( তিরমিযী শরীফ ১৩ নং হাদিস )

এখন মনে করুন আপনি এই হাদিস শরীফ পড়লেন এবং সবাইকে বললেন রসুল (সা:) যেহেতু দাড়িয়ে প্রস্রাব করেছেন এবং এটা সহীহ হাদিস তাই এই হাদিসের ওপর আমল করাতে কোনো অসুবিধা নেই

এখন কিছুদিন পর আপনি তিরমিজী শরীফ আবার খুলে পড়া শুরু করলেন এবং এই হাদিসটি পেলেন :
হাদিস শরীফ: হযরত আয়েশা (রা:) থেকে বর্নিত তিনি বলেন যে তোমাদের কাছে বর্ননা করবে যে রসুল (সা:) দাড়িয়ে প্রস্রাব করতেন , তোমরা তার কথা বিশ্বাস করবে না তিনি কেবল বসেই প্রস্রাব করতেন । ( তিরমিযী শরীফ ১২ নং হাদিস )

দ্বিতীয় নং হাদিস শরীফ পড়ে আপনি তো মহা সমস্যায় পড়লেন কেননা আপনি প্রথম হাদিস শরীফ পড়ে আমল করেছেন এবং আপনার হয়ত আরো বন্ধুদের বলেছেন কিন্তু দেখা গেলো দুটো হাদিস শরীফ সহীহ হওয়া সত্বেও সাংঘর্ষিক

চলুন আমরা দেখি আসলে ব্যাপারটা কি

বিস্তারিত পড়ার জন্য এখানে ক্লিক করুন ... সহীহ হাদিস সরাসরি অনুসরন করা যাবে কিনা

Read more ...

হাদীসে কি টুপির কথা নেই?

মাওলানা মুহাম্মাদ ইমদাদুল হক


টুপি মুসলিম উম্মাহরশিআরজাতীয় নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন তাবে তাবেয়ীনের যুগ থেকে প্রতি যুগে এর উপর ব্যাপকভাবে আমল ছিল কিন্তু, যেমনটা আমি বিভিন্ন জায়গায় লিখেছি, ‘আমলে মুতাওয়ারাছে (উম্মাহর অবিচ্ছিন্ন কর্মের) সূত্রে বর্ণিত সুন্নাহ্র দলীল যখন সনদসহ বর্ণনারসূত্রে খোঁজ করা হয় তখন কখনো কখনো এমনও হয় যে, তা সংশ্লিষ্ট স্থানগুলোতে পাওয়া যায় না যা পাওয়া যায় তার সনদ সহীহ হয় না কারণে যারা দুচার কিতাবের দুচার জায়গায় দেখেই কোনো বিষয়কে ভিত্তিহীন বলে দিতে অভ্যস্থ তারা খুব দ্রুত ধরণের সুন্নাহকে অস্বীকার করে বসেন টুপির ক্ষেত্রেও ব্যাপার ঘটেছে
আযীযম মাওলানা ইমদাদুল হক কুমিল্লায়ী বিষয়ে কিছু হাদীস-আছার একত্র করেছে বিষয়ে আরো দলিল আছে এবং এমন রেওয়ায়েতও আছে, যার সনদ সব রকমের আপত্তির উর্ধ্বে প্রবন্ধ তার সংকলনের প্রথম ধাপ অবশিষ্ট রেওয়ায়াত ইনশাআল্লাহ আগামী কোনো অবসরে পেশ করা হবে-আব্দুল মালেক

‘‘টুপি পরা সুন্নত’’ কথাটি শৈশব থেকেই শুনে আসছি এবং সুন্নতের অনুসারী আলিম-উলামা দ্বীনদার মানুষকে তা পরতে দেখেছি এই ব্যাপক অনুসৃত সুন্নাহর বিষয়ে কখনোই মনে সংশয় জাগেনি একসময় উচ্চস্তরের পড়াশোনার জন্য গ্রাম থেকে চলে এলাম দেশের অন্যতম প্রাচীন বড় মাদরাসায় সেখানে গিয়েই ছাত্রভাইদের কাছে প্রথম শুনলাম টুপি নিয়ে ভিন্ন কথা, সংশয় সন্দেহ টুৃপি নাকি হাদীসে নেই তাই কোনো কোনো আলেম তা পরেন না শুধু রুমাল ব্যবহার করেন

এদিকে কিছু প্রবাসী ভাই যারা আরব দেশগুলোতে থাকেন তারা এসে বলেন, আরবে নাকি টুপির গুরুত্ব বা রেওয়াজ নেই খালি মাথায়ই তারা নামায পড়ে কারণ হিসেবে উল্লেখ করে সেই একই কথা-হাদীসের ভান্ডারে টুপির কথা নেই!

ইদানিং আবার আমাদের দেশে একটি মহল তৈরী হচ্ছে, যারা নির্দিষ্ট কিছু হাদীসের উপর আমল করে আর অন্যগুলোকে বিভিন্ন খোঁড়া অজুহাত দেখিয়ে এক প্রকার অস্বীকার করে দ্বীনের অনেক স্বতসিদ্ধ বিষয় এবং নবী-যুগ থেকে অবিচ্ছিন্ন কর্মধারায় সর্বযুগে বিদ্যমান অনেক বিষয়কে স্থুল মুখরোচক কিছু অজুহাত দেখিয়ে ভ্রান্ত বলে আর নিজেদের ছাড়া অন্য সকলকে বাতিল বলতে থাকে ওদের তরফ থেকেওটুপি নেইজাতীয় কথা মিডিয়াতেও প্রচারিত হয়েছে এসব কারণে বিষয়ে কিছু কিতাব ঘাঁটাঘাঁটি করলাম যা কিছু সংগ্রহ হল পাঠক মহলের নিকট পেশ করার ইচ্ছা করলাম

টুপি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন, তাবেয়ীন তাবে-তাবেয়ীন পরেছেন এবং পরবর্তীতে সব যুগেই মুসলিমগণ তা পরিধান করেছেন টুপি, পাগড়ীর মতোই একটি ইসলামী লেবাস হাদীসে, আছারে ইতিহাসের কিতাবে বিষয়ে বহু তথ্য আছে এবং অনেক আলিম-মনীষীর বক্তব্য আছে এমন প্রতিষ্ঠিত একটি বিষয়কেও যারা ভিত্তিহীন মনে করেন তাদের জ্ঞান প্রজ্ঞার উপর সত্যিই করুণা হয় নিম্নে সম্পর্কে কিছু দলীল পেশ করছি প্রথমে হাদীস থেকে

হাদীস- 
হাসান বিন মেহরান থেকে বর্ণিত-
عن رجل من الصحابة : قال : أكلت مع رسول الله صلى الله عليه وسلم، ورأيت عليه قلنسوة بيضاء
 একজন সাহাবী বলেছেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাঁর দস্তরখানে খেয়েছি এবং তাঁর মাথায় সাদা টুপি দেখেছি’ (আল ইসাবাহ /৩৩৯)

হাদীসটি ইমাম ইবনুস সাকান তার কিতাবুস সাহাবায় সনদসহ বর্ণনা করেছেন তবে তাঁর বর্ণনায় সাহাবীর নাম আসেনি তা এসেছে তাঁর অন্য বর্ণনায় এবং ইমাম বুখারী ইমাম আবু হাতেমের বর্ণনায় তাঁর নাম ফারকাদ (দ্র. আততারীখুল কাবীর /১৩১; কিতাবুল জারহি ওয়াত তাদীল /৮১) উল্লেখ্য, ইবনে হাজার আসকালানী রাহ. ইমাম ইবনুস সাকানের উপরোক্ত বর্ণনার দ্বারা আবু নুআইম আল আসবাহানী রহ.এর দাবি খন্ডন করেছেন যে, ফারকাদ সাহাবী আল্লাহর নবীর দস্তরখানে খাবার খাননি বরং হাসান ইবনে মেহরান খাবার খেয়েছেন সাহাবী ফারকাদের সাথে (মারিফাতুস সাহাবা /১০৪)

হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেন, ক্ষেত্রে আবু নুআইমই ভুলের শিকার হয়েছেন প্রমাণ হিসেবে তিনি ইমাম ইবনুস সাকানের উপরোক্ত বর্ণনাটি উল্লেখ করেন এতে প্রমাণিত হয় বর্ণনা সহীহ অন্যথায় প্রমাণ-গ্রহণ শুদ্ধ হতো না এবং আবু নুআইম এর মত ইমাম এর কথাকে খন্ডন করা যেত না

তাছাড়া সাহাবী ফারকাদ রা.এর আল্লাহর নবীর দস্তরখানে খাবার খাওয়ার কথা ইমাম বুখারী, ইমাম আবু হাতেম ইবনু আবদিল বারও স্পষ্টভাবে উল্লেখ করেছেন

হাদীস-
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেন
أن النبي صلى الله عليه وسلم كان يلبس من القلانس في السفر ذوات الآذان، وفي الحضر المشمرة يعني الشامية.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় কান বিশিষ্ট টুপি পরতেন আর আবাসে শামী টুপি পরতেন (আখলাকুন নুবুওয়্যাহ, আল জামে লি আখলাকির রাবী ওয়া আদাবিস সামে পৃ. ২০২)

হাদীসের সকল রাবী ‘‘ছিকা’’ উরওয়া হিশাম তো প্রসিদ্ধ ইমাম আর মুফাদদাল ইবনে ফাদালা নামে দুইজন রাবী আছেন একজন মিসরী, তিনি অনেক বড় ইমাম ছিলেন মিসরের কাযী ছিলেন সর্বসম্মতিক্রমে তিনি ‘‘ছিকা’’ আসমাউর রিজালের কিতাবাদি থেকে প্রতীয়মান হয় সনদে উল্লেখিত ব্যক্তি ইনিই কারণ তিনিই হিশাম ইবনে উরওয়া ইবনে জুরাইজ থেকে রেওয়ায়েত করেন যা আল্লামা ইবনে আদী আল্লামা মুহাম্মাদ বিন হাসান বিন কুতায়বা তার কিতাবে উল্লেখ করেছেন (আল-কামিল /৪০৯ ইকমালু তাহযীবিল কামাল ১১/৩৩৮)

অপর জন বসরী তাঁর স্মৃতিশক্তির বিষয়ে কিছু আপত্তি থাকলেও ইবনে হিববান তাকে ছিকা রাবীদের মধ্যে গণ্য করেছেন

আবু হাতেম বলেছেন يكتب حديثه

আর ইমাম ইবনে আদী তার একটি বর্ণনাকেমুনকারহিসেবে চিহ্নিত করে বাকিগুলো সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন-
তার অন্য বর্ণনাগুলো সঠিকসুতরাং সনদে উল্লেখিত রাবী যদি বসরীও হন তবুও তার বর্ণনা সঠিক

হাদীস-
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বসা ছিলাম ইতিমধ্যে একজন আনসারী সাহাবী তাঁর কাছে এলেন এবং তাঁকে সালাম দিলেন তিনি ফিরে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আনসারী! আমার ভাই সাদ ইবনে উবাদাহ কেমন আছে? আনসারী বললেন, ভাল আছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কে কে তাকে দেখতে যাবে? অতপর তিনি দাঁড়ালেন আমরাও দাঁড়ালাম আমরা সংখ্যায় দশের অধিক হব আমাদের পায়ে মোজাও ছিল না চপ্পলও না গায়ে জামাও ছিল না, টুপিও না কংকরময় ভূমিতে আমরা চলছিলাম অবশেষে আমরা সাদ এর নিকট পৌঁছলাম তখন তার পাশ থেকে মানুষজন সরে গেল অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গীরা প্রবেশ করলেন

এখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রা. এর বাক্য ‘‘আমাদের পায়ে মোজাও ছিল না, চপ্পলও না গায়ে জামাও ছিল না টুপিও না’’ থেকে বোঝা যায়, যুগে টুপিও ছিল লিবাসের অংশ এবং কোথাও যাওয়ার জন্য সেগুলো রীতিমত আবশ্যকীয় এর ন্যয় ছিল তাই এখানে এগুলো না থাকায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তা বিশেষভাবে উল্লেখ করেছেন

বিষয়টি ঠিক এরকম যেমন ইমাম বুখারী রহ. সহীহ বুখারীতে বুরনুস প্রমাণ করেছেন সহীহ বুখারীতে কিতাবুল লিবাসে باب البرانس নামে শিরোনাম দাঁড় করেছেন আর দলীল হিসেবে উল্লেখ করেছেন হজের একটি হাদীস

لا يلبس المحرم القميص ولا العمائم ولا البرانس
 ‘‘ইহরাম গ্রহণকারী জামাও পরবে না, পাগড়ীও না, বুরনুস (এক প্রকার টুপি) না’’

আল্লামা আবু বকর ইবনুল আরাবী হাদীস থেকে পাগড়ী প্রমাণ করেছেন তিনি বলেন, হাদীস প্রমাণ করে যে, তৎকালে পাগড়ী পরিধানের রীতি ছিল কারণে ইহরাম অবস্থায় তা পরিধান করা নিষেধ করেছেন
একইভাবে আলোচিত হাদীস দ্বারাও টুপি তার প্রচলন প্রমাণে কারো দ্বিমত থাকার কথা নয়

হাদীস -
উমর ইবনে খাত্তাব রা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন-
الشهداء ثلاثة : رجل مؤمن ... ورفع رسول الله صلى الله عليه وسلم رأسه حتى وقعت قلنسوته أو قلنسوة عمر.
শহীদ হল তিন শ্রেণীর লোক : এমন মুমিন ... এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন তখন তাঁর টুপি পড়ে গেল অথবা বলেছেন উমরের টুপি পড়ে গেল (মুসনাদে আহমাদ, হাদীস : ১৪৬ জামে তিরমিযী, হাদীস : ১৬৪৪ ইত্যাদি)

হাদীসটির ক্ষেত্রে ইমাম তিরমিযী বলেছেন, ‘হাসানুন গারীবুন

হাদীসটির সনদ এই,
عن عبد الله بن لهيعة عن عطاء بن دينار أبي يزيد الخولاني عن فضالة بن عبيد عن عمر بن الخطاب رضي الله عنهم
হযরত আব্দুল্লাহ ইবনে লাহিয়া এর ক্ষেত্রে যদিও মুহাদ্দিসীনদের বিভিন্ন রকম বক্তব্য আছে, কিন্তু হাদীসটি তাঁর থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক আর এক্ষেত্রে ইমামগণ এক মত যে ইবনে লাহিয়া থেকে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক কর্তৃক বর্ণনাকৃত হাদীসগুলো সঠিক

উপরন্তু আব্দুল্লাহ ইবনে লাহিয়ার একজনমুতাবি আছেন সায়ীদ ইবনে আবী আইয়ূব যা ইমাম বুখারী ইমাম আবু হাতিম এর কথায় পাওয়া যায়

قال الترمذي : سمعت محمدا يقول : قد روى سعيد بن أبي أيوب هذا الحديث عن عطاء بن دينار عن أشياخ من خولان، ولم يذكر فيه عن أبي زيد.
وقال أبو حاتم : وروى سعيد بن أبي أيوب عن عطاء بن دينار عن أشياخ من خولان عن فضالة عن عمر.

আর সনদের আরেকজন রাবি, আবু ইয়াযিদ আল খাওলানী মুতাআখখিরীনদের মাঝে কেউ কেউ তাকে মাজহুল বলেছেন

এক্ষেত্রে প্রথম কথা এই যে, হাদীসটি শুধু তিনিই বর্ণনা করেননি; বরং খাওলান শহরের আরো অনেক মুহাদ্দিস তা বর্ণনা করেন, যা ইমাম বুখারী ইমাম আবু হাতেম এর উপরোক্ত কথায় পাওয়া যায়

দ্বিতীয় কথা এই যে, ইমাম বুখারী, ইমাম আবু হাতেম, ইমাম তিরমিযীসহ মুতাকাদ্দিমীন ইমামগণের কেউ তাকে মাজহুল বলেন নি; বরং সকলে তাঁর জীবনীতে তাঁর নাম উল্লেখ করে হাদীসটি উল্লেখ করেছেন কেউ তাঁর সম্পর্কে ভালোও বলেননি মন্দও বলেননি এটাকে হাদীস শাস্ত্রের পরিভাষায় বলা হয় سكوت المتكلمين في الرجال অর্থাৎ ইমামগণের নীরব থাকা এই কারণে রাবী মাজহুল হওয়া আবশ্যক নয় বরং এটাকে এক প্রকার তাদীল হিসেবে ধরা হয় বিশেষত রাবী যদি তাবেয়ী স্তরের হন আর এখানেও তা ঘটেছে সম্ভবত নিশ্চুপ থাকাকেই পরবর্তীদের কেউ মাজহুল বলে দিয়েছেন, যা ঠিক নয়

থাকল বিষয় যে, উপরোক্ত হাদীসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর টুপি সম্পর্কে বলা হয়েছে না ওমর রা.এর টুপি সম্পর্কে? যদি ধরেও নেয়া হয় যে, ওমর রা. এর টুপি সম্পর্কে তাহলেও তো একজন খলীফায়ে রাশেদের টুপি পরা প্রমাণিত হচ্ছে আর খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ্রই অংশ, বিশেষত যখন একাধিক হাদীসে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এরও টুপি পরা প্রমাণিত হচ্ছে

আপাতত চারটি হাদীস উল্লেখ করা হল হাদীসের কিতাবসমূহে বিষয়ে আরো হাদীস আছে এবং টুপি নিয়ে আলাদা শিরোনামও আছে আসহাবুস সিয়ার তথা সীরাত প্রণেতা ইমামগণও আল্লাহর নবীর পোষাকের অধ্যায়ে তাঁর টুপির জন্যও আলাদা পরিচ্ছেদ কায়েম করেন যেমন করেছেন ইবনে হাইয়ান, ইবনুল কায়্যিম, ইবনে আসাকির, ইবনুল জাওযী, গাযালী, শায়খ ইউসুফ সালেহী, আল্লামা দিময়াতী, বালাযুরীসহ আরো অনেক ইমাম সকলের বক্তব্য তুলে ধরলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে তাই শুধু আল্লামা  ইবনুল কায়্যিম রহ. এর বক্তব্য তুলে ধরছি তিনি তাঁর সুপ্রসিদ্ধ গ্রন্থ ‘‘যাদুল মাআদে’’ লেখেন, তাঁর একটি পাগড়ি ছিল, যা তিনি আলী রা. কে পরিয়েছিলেন তিনি পাগড়ি পরতেন এবং পাগড়ির নিচে টুপি পরতেন তিনি কখনো পাগড়ি ছাড়া টুপি পরতেন কখনো টুপি ছাড়াও পাগড়ি পরতেন (যাদুল মাআদ /১৩৫)

http://www.alkawsar.com/article/1006
জানা কথা যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন তখন সাহাবায়ে কেরামও পরবেন বরং কোনো হাদীসে আল্লাহর নবীর টুপির উল্লেখ না এলেও যদি সাহাবায়ে কেরামের টুপি পরা প্রমাণিত হয় তাহলে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর টুপি পরিধানেরই প্রমাণ বহন করবে হাদীস আছারের কিতাবে সাহাবায়ে কেরামের টুপি পরার অসংখ্য প্রমাণ রয়েছে, যা একত্র করলে একটি পুস্তিকা হয়ে যাবে এখানে সামান্য কিছু বর্ণনা উল্লেখ করা হল

1.            হাসান বসরী রাহ. বলেন,
وكان القوم يسجدون على العمامة والقلنسوة
তাঁরা (সাহাবায়ে কেরাম গরমের দিনে) পাগড়ি বা টুপির উপর সিজদা করতেন-সহীহ বুখারী, কিতাবুস সালাতপ্রচন্ড গরমের কারণে কাপরের উপর সিজদা করাঅধ্যায়
উল্লেখ্য, হাসান বসরী রাহ. অনেক বড় মনীষী তাবেয়ী, যিনি অনেক সাহাবীকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন

2.            সুলাইমান ইবনে আবি আবদিল্লাহ বলেন,

أدركت المهاجرين الأولين يعتمون بعمائم كرابيس سود وبيض وحمر وخضر وصفر، يضع أحدهم العمامة على رأسه ويضع القلنسوة فوقها، ثم يدير العمائم هكذا على كوره لا يخرجها من ذقنه
আমি প্রথম সারির মুহাজিরগণকে দেখেছি তাঁরা সুতির পাগড়ি পরিধান করতেন কালো, সাদা, লাল, সবুজ, হলুদ ইত্যাদি রংয়ের তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার উপর টুপি রাখতেন অতপর তার উপর পাগড়ি ঘুরিয়ে পরতেন-মুসান্নাফে ইবনে আবী শাইবা ১২/৫৪৫

3. হেলাল ইবনে ইয়াসাফ বলেন,
قدمت الرقة فقال لي بعض أصحابي : هل لك في رجل من أصحاب النبي صلى الله عليه وسلم؟ فقلت : غنيمة. فدفعنا إلى وابصة، فقلت  لصاحبي : نبدأ فننظر إلى دله فإذا عليه قلنسوة لا طية ذات أذنين.
আমি রাক্কায় গিয়েছিলাম তখন আমার এক সাথী আমাকে বললেন, তুমি কি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাললাম-এর একজন সাহাবীর নিকট যেতে ইচ্ছুক? আমি বললাম, ‘ তো গনীমততারপর আমরা ওয়াবেছা রা.-এর নিকট গেলাম আমি আমার সাথীকে বললাম, দাঁড়াও, প্রথমে আমরা তাঁর আচার-আখলাক দেখব তাঁর মাথায় দুই কান বিশিষ্ট টুপি ছিল, যা মাথার সঙ্গে মিশে ছিল-সুনানে আবু দাউদ, হাদীস : ৯৪৯

4.    হিশাম বলেন,
رأيت على ابن الزبير قلنسوة
আমি ইবনে যুবায়ের রা.-এর মাথায় টুপি দেখেছি-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ২৫৩৫৩

5.    আশআছ রাহ. তাঁর পিতা থেকে বর্ণনা করেন-
أن أبا موسى خرج من الخلاء وعليه قلنسوة،
আবু মুসা আশআরী রা. হাম্মাম থেকে বের হলেন তার মাথায় টুপি ছিল-মুসান্নাফে ইবনে আবী শাইবা ১০/৫১০

6.   আববাদ ইবনে আবী সুলাইমান বলেন,
رأيت على أنس بن مالك قلنسوة بيضاء
আমি আনাস ইবনে মালেক রা.-এর  মাথায় একটি সাদা টুপি দেখেছি-তবাকাতে ইবনে সাদ /১২১

7.    আবু হাইয়ান বলেন,
كانت قلنسوة علي لطيفة
হযরত আলী রা.-এর টুপি ছিল পাতলা-তবাকাতে ইবনে সাদ /২৩
ইবনে সাদ আলী রা.-এর জীবনীতে তাঁর পোশাকের আলোচনায় তার টুপি সম্পর্কে আলাদা শিরোনাম এনেছেন

8.    আবদুল্লাহ ইবনে উমর রা. মাথা মাসাহর সময় টুপি উঠিয়ে নিতেন এবং অগ্রভাগ মাসাহ করতেন-সুনানে দারা কুতনী, হাদীস : ৫৫; সুনানে কুবরা, বায়হাকী, হাদীস : ২৮৮

9.    ফাযারী রাহ. বলেন,
  رأيت على علي قلنسوة بيضاء مصرية
আমি আলী রা.-এর মাথায় সাদা মিসরী টুপি দেখেছি-তবাকাতে ইবনে সাদ /২৩

11. সায়ীদ ইবনে আবদুল্লাহ বলেন,
رأيت أنس بن مالك أتى الخلاء، ثم خرج وعليه قلنسوة بيضاء مزرورة
আমি আনাস ইবনে মালেক রা. কে দেখেছি, তিনি হাম্মাম থেকে বের হলেন তার মাথায় বোতাম বিশিষ্ট সাদা টুপি ছিল-মুসান্নাফে আবদুর রাযযাক /১৯০

12. আবদুল হামীদ বিন জাফর তার পিতা থেকে বর্ণনা করেন, খালিদ বিন ওয়ালিদ রা. ইয়ারমূক যুদ্ধের দিন তার একটি টুপি হারিয়ে ফেললেন অনেক খোঁজাখুঁজির পর তা পাওয়া গেল তা ছিল একটি পুরানো টুপি খালেদ রা. বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার  পর মাথা মুন্ডন করলেন সাহাবীগণ তাঁর চুল নেওয়ার জন্য ছুটতে লাগলেন আমি গিয়ে তাঁর মাথার অগ্রভাগের চুলগুলি পেলাম তা টুপিতে লাগিয়ে রেখেছি যে যুদ্ধেই টুপি আমার সাথে ছিল তাতেই আল্লাহর সাহায্য পেয়েছি-দালাইলুন নুবুওয়াহ /২৪৯

সাহাবায়ে কেরামের টুপি ব্যবহারের প্রমাণ স্বরূপ আপাতত কয়টি আছার উল্লেখ করা হল প্রথম দুই বর্ণনা ব্যাপকভাবে সাহাবায়ে কেরামের টুপি ব্যবহারের প্রমাণ বহন করছে আর পরবর্তী বর্ণনাগুলোতে অনেক সাহাবীর টুপি ব্যবহার উল্লেখিত হয়েছে টুপির শুধু ব্যবহার নয়, ব্যাপক প্রচলন বর্ণনাগুলো দ্বারা প্রমাণিত হয় প্রসঙ্গে আরেকটি বর্ণনা উল্লেখ করে তাবেয়ী-যুগের বর্ণনায় যাব, যার পর অতি সংশয়গ্রস্ত লোকেরও সংশয় থাকা উচিত নয়
দ্বিতীয় খলীফা হযরত উমর রা.-এর যুগে যখননাজরানশহরের খৃস্টানরা সন্ধিতে রাজি হল এবং কর দিতে সম্মত হল তখন তারা হযরত উমর রা.-এর সাথে একটি চুক্তিনামা করেছিল সেই চুক্তির অংশবিশেষ এই-

بسم الله الرحمن الرحيم، هذا كتاب لعبد الله عمر أمير المؤمنين من نصارى مدينة كذا كذا، لما قدمتم سألناكم الأمان لأنفسنا وذرارينا وأهل ملتنا وشرطنا لكم على أنفسنا أن لا نحدث في مدينتنا ولا فيما حولها ديرا ولا كنيسة ... ولا نتشبه بهم (المسلمين) في شيء من لباسهم من قلنسوة ولا عمامة.

বিসমিল্লাহির রাহমানির রাহীম
অমুক শহরের নাসারাদের পক্ষ থেকে আল্লাহর বান্দা আমীরুল মুমিনীন উমরের সাথে লিখিত চুক্তি যখন আপনারা (মুসলমানগণ) আমাদের শহরে এলেন তখন আমরা আপনাদের নিকট আমাদের, আমাদের সন্তান-সন্ততি স্বধর্মের লোকদের জন্য নিরাপত্তা প্রার্থনা করেছি আমরা নিজেদের উপর শর্ত গ্রহণ করছি যে, শহরে এবং এর আশপাশে আমরা কোনো গির্জা তৈরি করব না ... এবং আমরা মুসলমানদের পোশাক-টুপি, পাগড়ি ইত্যাদিতে সাদৃশ্য গ্রহণ করব না ...-সুনানে কুবরা, বায়হাকী, হাদীস : ১৯১৮৬

চুক্তিনামার অংশে কয়েকটি বিষয় লক্ষ্যণীয় :

এক. টুপিকে মুসলমানদের পোশাক বলা হয়েছে যেমন পাগড়িকে বলা হয়েছে একটি বস্ত্তর কতটুকু প্রচলন হলে তা একটি দল বা গোষ্ঠীর সাথে সম্বন্ধ করা হয় তা বলার অপেক্ষা রাখে না

দুই. টুপিকে একটি রাষ্ট্রীয় চুক্তিনামায় উল্লেখ করা দ্বারা সহজেই অনুমান করা যায়, সে যুগে মুসলমানদের নিকট টুপির গুরুত্ব কেমন ছিল এবং তার প্রচলন কত ব্যাপক ছিল

তিন. চুক্তিনামা যখন লেখা হয় তখন বহু সাহাবী জীবিত ছিলেন ইতিহাসে এমন একটি বর্ণনাও নেই যে, তাদের কেউ বিষয়ে আপত্তি করেছেন; বরং পরবর্তী খলীফাগণও চুক্তি বলবৎ রেখেছেন এমনকি হযরত আলী রা.-এর যুগে নাসারারা চুক্তির কোনো একটি বিষয়ে কথা বলতে এসেছিল তখন তিনি তাদেরকে সাফ বলে দেন-

إن عمر كان رشيد الأمر، لن أغير شيئا صنعه عمر
নিশ্চয়ই উমর সঠিক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি যা করেছেন আমি তার কিছুই কোনোরূপ পরিবর্তন করতে পারব না

হযরত উমর রা.-এর চুক্তিনামাটিকে যিম্মীদের ক্ষেত্রে শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ উসূল বা মানদন্ড হিসেবে ধরা হয় পরবর্তী যুগের আলিম-মনীষী মুসলিম খলীফাগণ যিম্মিদের সাথে কোনো চুক্তিনামা করলে এর শর্তগুলোকে মানদন্ড হিসেবে সামনে রাখতেন

আল্লামা ইবনুল কাইয়্যিম রাহ. বলেন, শর্তগুলো এতই প্রসিদ্ধ যে, এগুলোর সনদ উল্লেখের প্রয়োজন নেই কেননা ইমামগণ তা সাদরে গ্রহণ করেছেন এবং তাদের কিতাবে উল্লেখ করেছেন এগুলো দ্বারা প্রমাণ গ্রহণ করেছেন আর হযরত উমর রা.-এর এসব শর্ত ছিল তাঁদের কিতাবে মুখে মুখে পরবর্তী খলীফাগণ তা বলবৎ রেখেছেন এবং এর অনুসরণ করেছেন -আহকামু আহলিয যিম্মাহ, পৃষ্ঠা : ৪৫৪

আল্লামা ইবনুল কাইয়্যিম রাহ. কিতাবটি শুধু হযরত উমর রা.-এর চুক্তিনামার শরহ বা ব্যাখ্যাতেই প্রণয়ন করেছেন

যাহোক, উপরোক্ত উদ্ধৃতি থেকে বোঝা যায়, সকল যুগেই টুপি মুসলমানদের পোশাক ছিল আশা করি, খিলাফতে রাশিদা-যুগের চুক্তিনামা দেখার পর কারো কোনো সংশয় থাকবে না কোনো হাদীস বা আছারে টুপির কথা উল্লেখিত না হলেও দলীলটি আলোচ্য বিষয়ে যথেষ্ট হত

তাবেয়ীগণের টুপি
যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, সাহাবায়ে কেরাম পরেছেন এবং তা ছিল মুসলিমদের পোশাকের অংশ তখন জানা কথা, তাবেয়ীগণও তা পরেছেন উপরের আলোচনা থেকেই তাবেয়ীন-যুগও পরবর্তী যুগেও মুসলিম-সমাজে টুপির সুন্নাহ প্রতিষ্ঠিত থাকা প্রমাণিত হয় তাই আলাদাভাবে তাবেয়ীদের টুপি প্রমাণের আর প্রয়োজন থাকে না এরপরও কিছু নমুনা পেশ করছি

1.    আবদুল্লাহ ইবনে আবি হিন্দ রাহ. বলেন,
رأيت على علي بن الحسين قلنسوة بيضاء لاطئة
আমি আলী ইবনে হুসাইন রাহ.-এর মাথায় একটি সাদা টুপি দেখেছি, যা মাথার সাথে মিলিত ছিল-তবাকাতে ইবনে সাদ /২৪৩

2.   আবুল গুছ্ন বলেন-
رأيت نافع بن جبير يلبس قلنسوة سماطا وعمامة بيضاء
আমি নাফে ইবনে জুবাইরকে পুঁতিবিশিষ্ট টুপি সাদা পাগড়ি পরতে দেখেছি-তবাকাতে ইবনে সাদ /২০৬ (শামেলা)

3.      খালেদ ইবনে বকর বলেন,
رأيت على سالم قلنسوة بيضاء
আমি সালেম রাহ.-এর মাথায় সাদা টুপি দেখেছি (সালেম হলেন সাহাবী আবদুল্লাহ ইবনে উমর রা.-এর পুত্র)-তবাকাতে ইবনে সাআদ /১৯৭; সিয়ারু আলামিন নুবালা /৪৬৪ (শামেলা)

4.    আইয়ূব বলেন,
رأيت على القاسم بن محمد قلنسوة من خز
আমি কাসিম ইবনে মুহাম্মাদ রাহ.-এর মাথায় পশমের টুপি দেখেছি-তবাকাতে ইবনে সাদ /১৮৯; হিলইয়াতুল আওলিয়া /১৮৫ (শামেলা)

5.      মুহাম্মাদ ইবনে হিলাল বলেন,
رأيت سعيد بن المسيب يعتم وعليه قلنسوة لطيفة بعمامة بيضاء
আমি সায়ীদ ইবনুল মুসাইয়িবকে একটি পাতলা টুপির উপর পাগড়ি বাঁধতে দেখেছি-তবাকাতে ইবনে সাদ, /১৩৮; সিয়ারু আলামিন নুবালা /২৪২ (শামেলা)

6.      কাসিম ইবনে মালিক এক ব্যক্তি থেকে বর্ণনা করেন-
رأيت على الضحاك قلنسوة ثعالب
অর্থ : আমি যাহহাক রাহ.-এর মাথায় একটি চামড়ার টুপি দেখেছি-তবাকাতে ইবনে সাদ /৩০১ (শামেলা)

7.      যুহাইর বলেন,
رأيت أبا إسحاق السبيعي وهو يصلي بنا، يأخذ قلنسوته من الأرض فيلبسها أو يأخذها عن رأسه فيضعها.
আমি আবু ইসহাক আসসাবীয়ীকে দেখেছি তিনি আমাদের নিয়ে নামায পড়েছেন তিনি টুপি খুলে মাটিতে রাখছেন কিংবা তা উঠিয়ে মাথায় পরছেন-তবাকাতে ইবনে সাদ /৩১৪ (শামেলা)

8.      ইয়াযিদ ইবনে আবী যিয়াদ রাহ. বলেন,
رأيت إبراهيم النخعي يلبس قلنسوة ثعالب
আমি ইবরাহীম নাখায়ী রাহ.-এর মাথায় চামড়ার টুপি দেখেছি-তবাকাতে ইবনে সাদ /২৮০ (শামেলা)

9.      আবুল হাইসাম আলকাসসাব বলেন, আমি ইবরাহীম নাখায়ীর মাথায় তায়লাসার টুপি দেখেছি, যার অগ্রভাগে চামড়া ছিল-প্রাগুক্ত

10.   বাক্কার ইবনে মুহাম্মাদ বলেন, আমি ইবনে আউস-এর মাথায় একটি টুপি দেখেছি, যা এক বিঘত উঁচু ছিল-তবাকাতে ইবনে সাদ /২৬৭ (শামেলা)

11.   ফযল ইবনে দুকাইন বলেন, আমি দাউদ আততায়ীকে দেখেছি তাঁর টুপি আলিমগণের টুপির মতো ছিল না তিনি কালো লম্বা টুপি পরতেন, যা ব্যবসায়ীরা পরে থাকে-তবাকাতে ইবনে সাদ /৩৬৭ (শামেলা)

12.   ইমাম মালেক বলেন, আমি রবীয়া ইবনে আবদুর রহমান আররায়ীর মাথায় একটি টুপি দেখেছি, যার বাইরে ভেতরে রেশমজাতীয় কাপড় ছিল-তবাকাতে ইবনে সাদ (আলকিসমুল মুতাম্মিম) /৩২১ (শামেলা)

13.  শুআইব ইবনে হাবহাব বলেন, প্রসিদ্ধ মুহাদ্দিস আবুল আলিয়ার একটি টুপি ছিল, যার পাটের ভিতর চামড়া ছিল-তবাকাতে ইবনে সাদ /১১৬ (শামেলা)

14.   আফফান ইবনে মুসলিম বলেন, আবু আওয়ানা টুপি পরতেন-তবাকাতে ইবনে সাদ /২৮৭ (শামেলা)

15.   আফফান ইবনে মুসলিম বলেন, হাম্মাদ ইবনে যায়েদ একটি সাদা পাতলা লম্বা টুপি পরতেন-তবাকাতে ইবনে সাদ /২৮৬ (শামেলা)

16.  হযরত সায়ীদ ইবনে জুবাইর রাহ.-এর শাহাদতের ঘটনায় আছে, যখন হাজ্জাজ জল্লাদকে বলল, তার গর্দান উড়িয়ে দাও তখন সে তা করল (নাউযুবিল্লাহ) সায়ীদ ইবনে জুবাইর এর শীর একদিকে ছিটকে পড়ল তখন তার মাথার সাথে একটি সাদা টুপি মিলিত ছিল-তবাকাতে ইবনে সাদ /২৬৫ (শামেলা)

17.   হযরত সুফিয়ান ইবনে উয়াইনা বলোনি, শরীক ইবনে আবদুল্লাহ আমাদের নিয়ে জানাযার নামায পড়লেন এবং তার টুপিকে সুতরা হিসেবে সামনে রাখলেন-সুনানে আবু দাউদ, হাদীস : ৬৯১

উল্লেখ্য, কারো কারো ধারণা, যুগে টুপি এত লম্বা ছিল যে, তা দিয়ে সুতরাও দেওয়া যেত আসলে তা নয় সুতরার ক্ষেত্রে কথাও আছে যে, সুতরা দেওয়ার মতো কোনো কিছু পাওয়া না গেলে কমপক্ষে একটি রেখা হলেও যেন টেনে দেওয়া হয় পরিপ্রেক্ষিতেই তারা রেখা না টেনে কমপক্ষে টুপিটা হলেও রাখতেন যেন কিছু একটা রাখা হয় এটা টুপি লম্বা হওয়া বা ছোট হওয়া আবশ্যক করে না

তাবেয়ীনের টুপি সম্পর্কে আপাতত কয়েকটি রেওয়ায়েত উল্লেখ করা হল
বিজ্ঞ পাঠক আমাদের বরাতগুলো দেখে সম্ভবত অনুমান করতে পেরেছেন যে, হাদীস তারীখের দুচারটি কিতাব থেকেই তা সংগ্রহ করা হয়েছে যদি হাদীস-আছার তারীখের কিতাবাদিতে ব্যাপক অনুসন্ধান চালানো হয় তাহলে বিষয়ে বিশাল সংগ্রহ প্রস্ত্তত হবে কিন্তু আমরা এখানে এতটুকুই যথেষ্ট মনে করছি

আমরা এখানে সতেরজন তাবেয়ীর বরাত উল্লেখ করেছি এদের মধ্যে আছেন হুসাইন রা.-এর পুত্র, যিনি আহলে বাইতের একজন আছেন সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমর, যিনি মক্কা নগরীর ফকীহদের একজন আরো আছেন সায়ীদ ইবনুল মুসাইয়্যিব সায়ীদ ইবনে জুবাইর এবং ইবরাহীম নাখায়ীর মতো অকুতোভয় ফকীহ ইমাম

তাঁদের মতো মনীষী ব্যক্তিত্ব কোনো বিষয়ে একমত হবেন আর তা নবী সাহাবীদের যুগে থাকবে না তা কি চিন্তা করা যায়?

মুজতাহিদ ইমামগণের টুপি
মুজতাহিদ ইমামগণ হলেন কুরআন-সুন্নাহর ভাষ্যকার এবং কুরআন-সুন্নাহর বিধানের সংকলক গোটা মুসলিম জাহানের অধিকাংশ মুসলিম তাঁদের ব্যাখ্যা অনুসারেই কুরআন-সুন্নাহ মোতাবেক আমল করেন তাই তাদের টুপি ব্যবহারের বিষয়টিও উল্লেখ করছি

ইমাম আবু হানীফা রাহ.-এর টুপি
ইমাম আবু হানীফা উঁচু টুপি পরতেন-আলইনতিকা, পৃষ্ঠা : ৩২৬; উকুদুল জুমান, পৃষ্ঠা : ৩০০-৩০১

ইমাম মালিক রাহ.-এর টুপি
كان مالك بن أنس إذا أراد أن يخرج يحدث توضأ وضوءه للصلاة ... ولبس قلنسوته ومشط لحيته ...
অর্থ : ইমাম মালেক রাহ. যখন হাদীস বর্ণনার জন্য বের হতেন তখন অযু করতেন, টুপি পরতেন দাঁড়ি আঁচড়ে নিতেন-আলজামে, খতীব বাগদাদী /৩৮৮, বর্ণনা : ৯০৩

ইমাম আহমদ ইবনে হাম্বল রাহ.-এর টুপি
ফযল ইবনে যিয়াদ বলেন-
رأيت على أبي عبد الله (الإمام أحمد) ... عليه عمامة فوق القلنسوة ... وربما لبس القلنسوة بغير عمامة.
অর্থ : আমি ইমাম আহমদকে টুপির উপর পাগড়ি পরিহিত অবস্থায় দেখেছি ... তবে কখনো কখনো তিনি পাগড়ি ছাড়া টুপি পরেছেন-সিয়ারু আলামিন নুবালা ১১/২২০ (শামেলা)

পর্যন্ত আমরা টুপির ক্ষেত্রে নবী-যুগ, সাহাবা-যুগ তাবেয়ী-যুগের ইতিহাস পেলাম আল্লাহর রহমতে আমরা সংশয়হীনভাবে বুঝতে পারলাম যে, এসব যুগে টুপি ছিল এবং মুসলমানদের পোশাক হিসেবে অন্যান্য পোশাকের মতো টুপিরও ব্যাপক প্রচলন ছিল বলাবাহুল্য, প্রত্যেক প্রজন্ম তার পূর্ববর্তী প্রজন্ম থেকেই দ্বীন শেখে

সুতরাং তাবেয়ীন থেকে তাবে তাবেয়ীন তাদের থেকে তাদের পরবর্তীগণ এভাবে নবী-যুগ, সাহাবা-যুগের সুন্নাহ আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে দ্বীনের অন্যান্য বিষয়ের মতো বিষয়েও আমরা আমাদের স্বর্ণোজ্জ্বল অতীতের সাথে যুক্ত

মূল পোষ্ট- 
http://www.alkawsar.com/article/1006

Read more ...